প্রাপকঃ
ইমাম/খতিব/সভাপতি/সম্পাদক --------------------------------- জামে মসজিদ ------------------------ উপজেলা, সিলেট।
বিষয়: কল সেন্টার ‘৩৩৩’ এর মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থাকরণ
সূত্র: জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নং ০৫.৪৬.৯১০০.০১৯.২৫.০০২.৩৭০ তারিখ: ২৮ আগস্ট ২০১৯
জনাব
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, জনগণের দোরগোড়ায় সেবা প্রদান নিশ্চিতকরণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা মহোদয়ের সদয় নির্দেশনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম কর্তৃক নাগরিকদের জন্য সরকারের কেন্দ্রীয় তথ্য, সেবা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য কলসেন্টার ‘৩৩৩’ চালু করা হয়েছে। গত ১২ এপ্রিল ২০১৮ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজিব আহমেদ ওয়াজেদ এই কলসেন্টারটি উদ্বোধন করেন।
২। বর্তমানে নাগরিকগণ ‘৩৩৩’ ও প্রবাসীগণ ০৯৬৬৬৭৮৩৩৩ নম্বরে কল করে সরকারি সেবা প্রাপ্তির পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য, পযটন আকর্ষণযুক্ত স্থানসমূহ, বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারছেন। তথ্য জানার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকারে নাগরিকগণ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে পারছেন।
৩। এই উন্নয়নমূলক উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দিতে (এটুআই) নানাবিধ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করেছে। এ প্রচার-প্রচারণার অংশ হিসেবে আপনার মসজিদে জুম’আ খুতবা পূর্ব বয়ানে উপরোক্ত বিষয়ে উদ্বুদ্ধকরণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করা হলো
ফরিদ উদ্দিন আহমেদ
পরিচালক
ফোন : ০৮২১ ৭২১০০৮
Email: ifs.sylhet@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS