শিরোনাম
বয়সজনিত কারণ বা অন্যবিধ কারনে প্যাকেজ মাইগ্রেশনপূর্বক ২০২২ সনে যে সকল হজযাত্রী হজে গমন করতে পারেননি এবং ১৪৪৩ হি./২০২২ সনে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনকারী হজযাত্রীদের জমাকৃত প্যাকেজ মূল্যের অব্যয়িত অর্থ চেক আগামী ২৬/১০/২২ বুধবার ইফা. সিলেটে প্রদান করা হবে।