Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২২ মার্চ এক অধ্যাদেশ বলে "ইসলামিক ফাউন্ডেশন" প্রতিষ্ঠা করেন। ২৮ মার্চ ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন এ্যাক্ট প্রণীত হয়। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সুপ্রাচীনকাল থেকে এদেশে ইসলামী আদর্শ ও মূল্যবোধের লালন ও চর্চা হয়ে আসছে। ইসলামের এই সমুন্নত আদর্শ ও মূল্যবোধের প্রচার ও প্রসার কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সিলেট জেলায় ১৯৮০ সালে ইসলামিক ফাউন্ডেশন শহরের একটি ভাড়া বাড়িতে অফিসের কার্যক্রম শুরু করে। ২০১০ সালে জুলাই মাসে পূর্ব শাহী ঈদগায়  এক একর জায়গার মধ্যে ৫ তলা ভবন নির্মাণ করে নিজস্ব অফিস ভবণে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিলেট জেলার ১২ টি উপজেলায়  ১২ টি মডেল রিসোর্স সেন্টার কাম সাব অফিস হিসাবে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ছবি